আকাশে আজ চাঁদ নেই, রয়েছে অগণিত তারা,
দখিনা জানালা খুলে বসে আছি, গায়ে মাখছি হাওয়া।
কত শত রাত পেরিয়ে গেলো, দেখিনা জোনাকির দল,
জোনাকির আলো বিহীন, এ-রাত্রি জাগরণ বিফল।
সেই কবে শুনেছিলাম চাঁদে বাস করিত বুড়ী,
তাহার নিকট চিঠি পাঠিয়ে, উড়িয়েছিলাম কত ঘুড়ি।
কত শত চিঠি আমার, পাইনি তাদের জবাব,
চিঠির আশায় অপেক্ষা করি, এটাই আমার স্বভাব।