ভাষার খেলা

61
0

হটাৎ কেন যে ভাষা গেলো বদলে,

কেন আমি করি ছন্দের খেলা,

কইসের ভয়ে ভাঙল আমার বাক,

কোথায় গেলো সেই সহজ বলা?

মনে হয় ভাষা নিজেই পায় ডানা,

ছুটে চলে নতুন কোন ঠিকানা,

শব্দেরা খোঁজে একেকটা রূপ,

চাই তাদের ছন্দে বাঁধা স্থির।

ভয় আর নেই, ভাষার খেলা এবার,

ছন্দের রঙ্গে রাঙা আকাশ-পাড়।

হয়ে উঠি কবি, আমি সব কিছু ভুলে,

লিখে যাই গান, শুধু ছন্দের তালে!

মন্তব্য করুন