আয়োন্তিকার শব্দপাত্র

আয়োন্তিকার মুখের প্রতিটি শব্দ মধুর হয়,
প্রেমের গল্পে প্রতিটি স্বপ্ন সুরমই ধরে রাখে।
সুরের মাধুর্য পৃথিবীতে ছড়িয়ে রয়েছে,
ভালোবাসার কথা সব শব্দের মাঝে লুকিয়ে থাকে।

মন ভরা আনন্দে, হাসির বন্ধনে,
প্রিয়জনের জানালায় প্রেমের সুর বাজে নিরন্তর।
সবুজ বাগানে মাখা প্রণোদনা,
ভরে উঠে দুপুরের তাপন, সন্ধ্যায় বাদলে পর্ণ ছড়ায়।

প্রতিটি শব্দে সমৃদ্ধ রয়েছে ভালোবাসার কাহিনী,
প্রিয়জনের হৃদয়ে ছড়ানো এ মধুর সুর অকাট্য।
অতীতের স্মৃতি, ভবিষ্যতের আশা,
সব মিশে যায় এ প্রেমের সব শব্দের গান।

মন্তব্য করুন