শেষ হয়ে গেলাম আমি ,
শেষ হলো কলম-খতা কিংবা মাথা ,
শেষ হলো সপ্ন-আসা
জমে আছে এক বুক ভালোবাসা ।
ফিরে পেলাম রিক্ত মন,ফিরে এলাম শূন্য হাতে ,
তুমি চলেছে অন্ধকারে কার হাতে হাত রেখে ?
আমার অসম্ভব ভালোবাসা-
করতে পারিনি তোমায় কাবু ।
আমি ঠিকই ভালোবেসে ছি ,
তুমি বাসোনি কভু ,তোমার এই অবহেলা-
আমায় করেছে শেষ ।
তুমি হয়তো অন্যের সাথে এখন আছো বেশ ?
আমার জীবনে এখনও কাটে নি
তোমার ভালোবাসার রেশ ।
এই দিকে অর্ধেক জীবন ভালোবেসেই শেষ ,
তবুও ভালোবাসি তোমায় ,
ভালোবাসা হবে না কখনও শেষ ।
লিখেছেন
বর্তমানে আমি মাদারীপুর জেলার সরকারি কলেজের ইন্টার ২য় বর্ষের ছাত্র । কবিতা ও কবিদের প্রতি ভালোবাসা থেকে একটু-একটু লেখা-লেখি করি ।
“সাহিত্য রস” এই ওয়েব সাইটিতে আমার প্রখম লেখা প্রকাশ করি । এ ছাড়া আমার কোনো বড় পরিচিতি নেই ।
সাইফুর রহমান শাওন
জন্ম স্থান শরিয়তপুর জেলার মাহামুদপুর ইউনিয়নে ।বর্তমানে আমি মাদারীপুর জেলার সরকারি কলেজের ইন্টার ২য় বর্ষের ছাত্র । কবিতা ও কবিদের প্রতি ভালোবাসা থেকে একটু-একটু লেখা-লেখি করি ।
“সাহিত্য রস” এই ওয়েব সাইটিতে আমার প্রখম লেখা প্রকাশ করি । এ ছাড়া আমার কোনো বড় পরিচিতি নেই ।
মন্তব্য করুন
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।
সুন্দর