চোখের ভাষা পড়তে গেলাম
চোখ নামিয়ে নিলে
কেন তবে ব্যাকুল হয়ে
কাছে এসেছিলে?
মন বাড়িয়ে মন জাগালে
আমার কিসের দোষ
আগ বাড়িয়ে ভালোবাসলাম
এতে দেখাও রোষ।
ভালো যদি বাসো
ছলচাতুরী ফেলে
পথের বাধা ঠেলে
সোজা চলে আসো।
চোখের ভাষা পড়তে গেলাম
চোখ নামিয়ে নিলে
কেন তবে ব্যাকুল হয়ে
কাছে এসেছিলে?
মন বাড়িয়ে মন জাগালে
আমার কিসের দোষ
আগ বাড়িয়ে ভালোবাসলাম
এতে দেখাও রোষ।
ভালো যদি বাসো
ছলচাতুরী ফেলে
পথের বাধা ঠেলে
সোজা চলে আসো।