ক) সব ক্ষেত্রে প্রযােজ্য
১) কবিতা, আলােচনা ও মন্তব্য সহ যেকোনাে লেখাই মার্জিত হতে হবে।
২) কোন রকম সাম্প্রদায়িকতা, ব্যক্তিগত আক্রমণ কিংবা কোন প্রচলিত রাষ্ট্রের বিরুদ্ধে অথবা কোন জাতি-ধর্ম-বর্ণের বিপক্ষে উস্কানিমূলক বক্তব্য প্রকাশ করা যাবে না।
৩) গালাগালি কিংবা অশালীন শব্দের ব্যবহার পুরােপুরি নিষিদ্ধ।
৪) যেকোনাে ধর্মীয় কিংবা সামাজিক ও রাজনৈতিক মূল্যবােধে আঘাত হেনে কিছু বলা যাবে না।
৫) কবিতার মাধ্যমে কিংবা আলােচনায় সংবেদনশীল যেকোনাে বিষয়ে বক্তব্য উপস্থাপনে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে, যেন তা কোনরকম বিতর্কের উদ্রেক না করে।
৬) নির্দিষ্ট কোন রাজনৈতিক দলের পক্ষে প্রচারণা অথবা বিপক্ষে সমালােচনা করা যাবে না।
৭) দেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ কিংবা অন্যান্য জাতীয় চেতনার পরিপন্থী কোন বক্তব্য রাখা যাবে না।
৮) কপিরাইট আইন মেনে চলতে হবে। লেথা কোনভাবেই অন্য কারাে লেথার পুরােপুরি কিংবা আংশিক কপি হওয়া চলবে না। লেখার মূল বক্তব্য অবশ্যই লেখকের নিজস্ব হতে হবে।
৯) পর্ণোগ্রাফি কিংবা যৌন-বিষয়ক যেকোনাে লেখা এখানে পুরােপুরি নিষিদ্ধ।
১০) পুরােপুরি বিজ্ঞাপনমূলক কোন লেখা প্রকাশ অথবা মন্তব্য করা যাবে না।
১১) কবিতা কিংবা অন্য যেকোনাে লেখার কপি নিজের কাছে রেখে তারপর এখানে প্রকাশ করবেন। এখানে প্রকাশিত কবিতা বা লেখা সবসময় সংরক্ষণ করতে পারার কোনাে নিশ্চয়তা আমরা দিচ্ছি না। কোন কারণে ওয়েবসাইট থেকে আপনার কবিতা বা লেখা মুছে গেলে তার দায়ভার কর্তৃপক্ষ বহন করবে না।
১২) এমন কোনাে বক্তব্য রাখা যাবে না যা অন্যদের ভায়ােলেন্স, টেররিজম কিংবা যেকোনাে জাতীয় বা আন্তর্জাতিক আইন ভঙ্গ কায় উদ্বুদ্ধ করে।
১৩) কারও একাধিক লেখায় বা মন্তব্যে যদি নির্দিষ্ট কোনাে দেশ-ধর্ম-জাতির বিরুদ্ধে হেইট স্পিচ পাওয়া যায়, তবে তাকে সরাসরি website থেকেই ব্যান করে দেয়া হবে।
খ) কবিতা প্রকাশে প্রযােজ্য
১) কবি শুধুমাত্র তার স্বরচিত কবিতা প্রকাশ করতে পারবেন। অন্যের কবিতা নিজের নামে এখানে প্রকাশ করা হলে, প্রমাণসাপেক্ষে সদস্যের পুরো একাউন্ট ব্যান করে দেওয়া হবে।
২) কতাির বিষয়বস্তু নির্বাচনের পূর্ণ স্বাধীনতা আছে কবির। তবে যেকোনাে বিষয়বস্তুর উপর লেখা কবিতা এখানে প্রকাশের ক্ষেত্রে সীমাবদ্ধতা আছে কিছু। এই ওয়েবসাইট সব বয়সের সব পাঠকের জন্য উন্মুক্ত। তাই অপ্রাপ্তবয়স্কদের জন্য অনুপযােগী বিষয়বস্তুর উপর লেখা কোন কবিতা এখানে প্রকাশ করা যাবে না।
৩) কবিতায় অশালীন বা আপত্তিজনক কোন বক্তব্য বা শব্দ থাকলে তা সরাসরি ব্যান করা হবে। (কোন কবিতায় স্পষ্ট ভাষায় যৌনক্রিয়া কিংবা যৌনাঙ্গের উল্লেখ থাকলে একে অশ্লীল বলে বিবেচনা করা হবে। কবি হিসাবে যে কেউ তার কবিতায় প্রয়ােজনবােধে যৌন-বিষয়ক বক্তব্যের অবতারণা করতে পারেন অবশ্যই, তবে সেটা এই ওয়েবসাইটে প্রকাশ করা যাবে না।)
৪) কবিতাটি যদি কোন বইয়ে প্রকাশিত হয়ে থাকে, তবে কবিতা যােগ করার বা সম্পাদনার পাতা থেকে কবিতার সাথে বইটি যােগ করে দেয়া যায়। তবে যে বইয়ে কবিতাটি প্রকাশিত হয়নি, এমন বইয়ের নাম যদি কবিতার সাথে যােগ করেন, তাহলে কবিতাটি ব্যান করে দেয়া হবে।
৫) ভিন্ন ভাষার কোনাে কবিতার মৌলিক অনুবাদও কবিতার আসরে প্রকাশ করা যাবে। তবে সেক্ষেত্রে মূল কবিতার নাম, কবির নাম, কোন ভাষা থেকে অনুদিত হয়েছে এসব তথ্য অনুদিত কবিতার নিচে উল্লেখ করতে হবে। সম্ভব হলে মূল কবিতাটি কিংবা কবিতার লিঙ্ক দেয়া যেতে পারে কবিতার সাথে। তবে কবিতার বাইরের অন্যান্য সব তথ্য সংক্ষেপে দিতে হবে, যেন এখানে কবিতাটিই মুখ্য হয়, আনুষঙ্গিক আলোচনা না।
গ) আলােচনা বিভাগে প্রযােজ্য
১) আলােচনা বিভাগে প্রকাশিত লেখা অবশ্যই কবি কিংবা কবিতার সাথে জড়িত আলােচনামূলক লেখা, কিংবা এই ওয়েবসাইটের সাথে প্রাসঙ্গিক হতে হবে।
২) যেসব বিষয়ে এখানে লেখা প্রকাশ করতে পারেন:
- কবি হিসাবে নানা অভিজ্ঞতা,
- কবি হিসাবে পরিচিতি,
- আপনার যেসব কবিতার বই প্রকাশিত হয়েছে তার বর্ণনা,
- কবিতা লেখার উপর মতামত ভিত্তিক কিংবা শিক্ষামূলক লেখা,
- কবিতা ও সাহিত্যের সাথে জড়িত সমসাময়িক ঘটনা,
- খ্যাতিমান কোন কবির কিংবা কবিতার উপর গবেষণামূলক বা মতামত ভিত্তিক লেখা,
- এই ওয়েবসাইটের কোন ফিচার বা পদ্ধতি নিয়ে পরামর্শমূলক কোন লেখা ইত্যাদি।
৩) লেখার মূল বক্তব্য লেখকের নিজস্ব হতে হবে। তবে লেখায় প্রাসঙ্গিক ভাবে যদি অন্য কারও লেখার কিছু অংশ উল্লেখ করা হয়, তাহলে লেখার নিচে অবশ্যই তার উৎস উল্লেখ করতে হবে।
৪) কোনাে সদস্য, লেখা বা মন্তব্য নিয়ে অভিযোগ, এথবা ‘আসরের পরিচালনা সংক্রান্ত সমালােচনা বা জিজ্ঞাসা থাকলে তা বিষয়বস্তু অনুযায়ী অভিযােগের লিঙ্ক অথবা যােগাযােগ পাতা ব্যবহার করে আমাদের জানাতে হবে। জানানাের পর অন্তত ৩ দিন সময় দিতে হবে তা যাচাইয়ের জন্য। তা না করেই যদি এমন কোনাে বিষয় নিয়ে আলােচনা সভায় লেখা প্রকাশ করা হয়, তবে তা ব্যান যোগ্য।
৫) যদিও বিজ্ঞাপনমুলক যেকোনাে লেখা এখানে প্রকাশ করা নিষিদ্ধ, কবিতা কেন্দ্রিক কোনাে অনুষ্ঠানের প্রচারমূলক লেখা এখানে প্রকাশ করা যেতে পারে। তবে সেক্ষেত্রে সবার আগে এডমিনের সাথে কথে বলে অনুমতি নিতে হবে, এবং অনুষ্ঠানটি অলাভজনক হতে হবে। এর ব্যত্যয় হলে বিজ্ঞাপন হিসেবে বিবেচনা করে লেখাটি ব্যান করা হবে।
ঘ) মন্তব্য প্রকাশে প্রযােজ্য
১) অন্যের লেখায় শুধুমাত্র “ভালাে লেগেছে” টাইপের মন্তব্য না করে লেখার সাথে প্রাসঙ্গিক ও অর্থবহ মন্তব্য করুন।
২) প্রয়ােজন ছাড়া প্রসঙ্গের বাইরে গিয়ে উওর-প্রতি-উওরের মাধ্যমে কোন লেখায় আড্ডা শুরু করবেন না।
৩) একই মন্তব্য কপি করে (কিংবা টাইপ করে) অন্যের একাধিক লেখায় প্রকাশ করতে দেয়া হয় না। তবে আপনি আপনার নিজের যেকোনাে লেখায় অন্যের মন্তব্যের প্রতি-উত্তরে ধনবাদ জ্ঞাপনসূচক একই মন্তব্য কপি করে দিতে পারেন।
৪) মন্তব্যের মাধ্যমে নিজের কোন কবিতা বা লেখা পড়ার আমন্ত্রণ জানানাে যাবে না।
ঙ) আবৃত্তি প্রকাশে প্রযােজ্য
১) কোন এক কবিতায় অন্য কোন কবিতার আবৃত্তি যােগ করা যাবে না। যে কবিতায় আবৃত্তি যােগ করা হবে, তা শুধুমাত্র
সেই কবিতারই আবৃত্তি হতে হবে। তা না হলে আবৃত্তিটি ব্যান করা হবে।
২) আবৃত্তির সাথে আবৃত্তিকারের নাম প্রকাশ করা ঐচ্ছিক হলেও তা প্রকাশে সবাইকে উৎসাহী হতে পরামর্শ দিচ্ছি আমরা।
চ) বই যােগ করায় প্রযােজ্য
১) এখানে শুধুমাত্র সাহিত্যের বই যােগ করতে হবে। অন্য যেকোনাে রকম বই যােগ করা পুরাে নিষিদ্ধ।
২) বইটিতে অবশ্যই আপনার লেখা থাকতে হবে।
৩) বইটি অবশ্যই বাস্তবে প্রকাশিত হয়েছে এমন বই হতে হবে। এটি মুলত: কাগজের মুদ্রণে প্রকাশিত বই হতে হবে। তবে শর্তসাপেক্ষে অনলাইনে পিডিএফ বই হিসাবে প্রকাশিত বই ও যােগ করতে পারবেন।
৪) কাগজের মুদ্রণ প্রকাশিত বইয়ের ক্ষেত্রে বইয়ের নামের সাথে প্রকাশনীর নাম, সম্পাদকের নাম ও প্রচ্ছদের ছবি দেয়া বাধ্যতামূলক। এসব তথ্য ছাড়া যেসব বই যােগ করা হবে, তা যাচাই করা সম্ভব না হলে ব্যান করে দেয়া হবে।
৫) পিডিএফ বই হলে পিডিএফ ফাইলটি ডাউনলােডের লিঙ্ক অবশ্যই দিতে হবে। এটি বিনামূল্যে বিতরণযােগ্য হতে হবে।
ছ) সদস্যের একাউন্ট প্রসঙ্গে
১) সদস্যের প্রােফাইলে শুধুমাত্র সদস্যের নিজের ছবি দেয়া যাবে। অন্য কোনাে তুর্কি প্রােফাইলে গ্রহণযােগ্য না। প্রােফাইলে ছবি যােগ করা বাধ্যতামূলক না হলেও সদস্যের পরিচিতির স্বার্থে ছবি যোগ করায় আমরা উৎসাহ দিয়ে থাকি।
৫) সদস্যের প্রােফাইলে শুধুমাত্র সদস্যের নিজের সামায়িক যােগাযােগ মাধ্যমের (ফেসবুক, টুইটার বা লিঙ্কডইন) লিঙ্ক যােগ করা যাবে। অন্য কোনাে ব্যক্তির বা পেজের লিঙ্ক এখানে দেয়া যাবে না।
এসব নিয়মাবলীর বাইরেও Website এর নীতি ও লক্ষ্যের সাথে সাংঘর্ষিক মনে হলে প্রয়ােজন সাপেক্ষে ‘সাহিত্য রস’ কর্তৃপক্ষ যেকোনাে লেখা বা সদস্যের একাউন্ট ব্যান করার অধিকার রাখে। পাশাপাশি প্রয়ােজন ও পরিস্থিতি অনুযায়ী এখানে উল্লেখিত নীতি সমূহের যেকোনাে রকম পরিবর্তন, পরিবর্ধন ও সংশােধন করার ক্ষমতাও সংরক্ষণ করে ‘সাহিত্য রস’ কর্তৃপক্ষ।