শুনেছি নারীর চুম্বনে সুখ আছে
ফুলে মধু থাকে ঘ্রান থাকে দেখেছি।
উর্বর মাটিতে বীজ বুনলে ফসল ফলে
যেমন নারীর জরায়ুতে জন্মের বীজ;
চাঁদের জোস্না বাসি হয় না
পৃথিবীর বয়স বাড়ে ক্রমশ।
নিয়মিত দৈনিকের পাতায় পাতায়
বিবিধ সংবাদ ছাপা হয় এখনো এবং হবে,
বাঁচার ইচ্ছায় ঘুন পোক ধরে
জনতার শ্লোগান তাই গদ্য চাই, কবিতা নয়
কাজেই রবীন্দ্রনাথ নির্বাসনে যাও
সুকান্ত ফিরে এসো পুনশ্চ।
কবিতারা নির্বাসনে যাও
কবিরা গদ্য লিখুক, গান নাটক।
কবিতায় জীবন চাই, খাদ্যাভাব
সঠিক মনন ও মানুষ, ছায়া নয়—
নচেৎ তুমুল চিৎকারে বলি
কবিতার নির্বাসন চাই
আমরণ নির্বাসন—