সে জানে !

162
0

সে উদাসীনতা দেখে বলে যায়,

যেনো পথ ভুলে হারিয়ে না যাই!

দলছুট কোনো পায়রার মতো ।

সে কান্নার জল দেখে চিনতে পারে,

এ জল কত পথ পাড়ি দিয়ে এসেছে,

কত স্বপ্ন এতে ধুয়ে গেছে,ভেসে গেছে!

সে নীরবতা দেখে ভেবে যায়,

গভীরে মন পুড়েছে,তবে কতটুকু?

তারপর,প্রার্থনায় মেতে ওঠে,

যেনো শেষ হয় নীরবতার সীমাটুকু !

সে হাসিমুখ দেখে বুঝতে পারে,

এ হাসি কত গল্প রাঙিয়ে দিয়েছে,

এর জন্য কতগুলো ক্ষত সৃষ্টি হয়েছে !

সে ভাবতে দেখে প্রশ্ন করে,

ভাবনায় তার অস্তিত্ব কতটুকু?

সে উত্তরের অপেক্ষায় থাকে না,

কারণ সে জানে,তাকে নিয়ে ভাবলে,

সে ভাবনা কখনো শেষ হবার না !

✍🏼: তাছ

নিম ছাবাব রুবায়েত

Tasnim Sabab Rubayet
লিখেছেন

Tasnim Sabab Rubayet

একদিন আমি উড়ে যাবো,যেদিন স্বর্গ আমাকে ডেকে পাঠাবে!

মন্তব্য করুন