মেয়ে

129
0

মেয়ে,

তুমি হাসির আড়ালে লুকিয়ে থাকা গোলকধাঁধা,

চোখ দিয়ে মায়া ঝরানো নির্মম মরণ ফাঁদ।

ব্যস্ততার ভিড়ে হারিয়ে যাওয়া কারো জীবনগাথা,

কিংবা সৌন্দর্যের চাদরে মুড়িয়ে থাকা উম্মাদ।

নয়তো,তুমি মাটিতে লুটোপুটি খাওয়া বাসি ফুল

যার অস্তিত্ব মিটিয়ে দেয় মনের তীব্র লালসা।

নতুন কোনো শিশির মাখা স্নিগ্ধ সকালে,

তুমি উত্তাপে মিলিয়ে যাওয়া ঘন কুয়াশা !

তুমি কারো বিরামহীন পথচলার তৃপ্ত সঙ্গিনী,

আবার কারো জীবনের ভেসে থাকা প্রতিধ্বনি।

তুমি হতাশায় ছেয়ে যাওয়া শুভ কামনা,

ছটফটানো অতৃপ্ত আত্মার চিরসুখের বাসনা।

হয়তো তুমি কন্টকাবৃত নাম না জানা ফুলের মধু,

যার জন্য জীবন বিলিয়ে যায় ভ্রমর,প্রজাপতিরা !

✍🏼: তাছনিম ছাবাব রুবায়েত

Tasnim Sabab Rubayet
লিখেছেন

Tasnim Sabab Rubayet

একদিন আমি উড়ে যাবো,যেদিন স্বর্গ আমাকে ডেকে পাঠাবে!

মন্তব্য করুন