কতবার ছাড়িয়ে যাবো ভেবে থমকে দাঁড়াই,
না দেখার অঙ্গীকার নিয়েই বারবার ফিরে তাকাই
কত শত প্রতিবন্ধকতার উপর রোজ হেঁটে বেড়াই,
আর সে কী করে?
ছাড়িয়ে যাওয়ার পথে প্রতিবার বাধা হয়ে দাঁড়ায়,
এড়িয়ে যাওয়ার বাহানায় বারবার হারিয়ে যায়,
খুলে দেয় কত শত নতুন প্রতিবন্ধকতার দ্বার।
সবশেষে,বেছে বেছে দোষগুলো সব তুলে দেয় আমার কাঁধে।
দিনকে দিন কাঁধভর্তি দোষের বোঝা নিয়ে আমি ঘুরে বেড়াই
আর বলে বেড়াই “প্রেম অবাস্তব,রূঢ় কাহিনীর সমাহার!”
✍🏼: তাছনিম ছাবাব রুবায়েত