ইট পাথরের শহর,বড্ড রূঢ়!
এখানের মাটি,আকাশ দেখতে পায় না,
পাথরের নিচে চাপা পড়ে ছটপটায়।
যেভাবে ছটপটায় চারদেয়ালে বন্দী হায়না!
পাথরের মাঝে থাকা মানুষগুলো
পাথরের মতোই দৃঢ়তা ধারণ করে।
এই রুষ্ট,দৃঢ় মানুষগুলোর,
জমাট হীনমন্যতা বৃষ্টি হয়ে ঝরে।
এখানকার মানুষেরা,
কাঠগোলাপের ঘ্রাণ শুঁকে না,
রংধনুর সৌন্দর্য উপভোগ করে না,
তবে,হীনমন্যতার বৃষ্টিতে রোজ ভেজে।
✍🏼: তাছনিম ছাবাব রুবায়েত