তোমার ইচ্ছার বিরুদ্ধেই বইমেলায় বই বেরোবে
তোমার ইচ্ছার বিরুদ্ধে বইয়েরা কথা কইবে
তোমার ইচ্ছার বিরুদ্ধে লেখকদের কলম হেঁটে বেড়াবে
তোমার ইচ্ছার বিরুদ্ধে পাঠকদের হৃদয় আন্দোলিত হবে
তোমার ইচ্ছারাও যদি তোমার বিরুদ্ধে চলে যেত !
তোমার ইচ্ছেরা বোকার মতোই আকাশকে খাঁচা ভেবে গেলো।
তোমার ইচ্ছেরাই তোমার কাছে জিজ্ঞেস করবে,
আকাশের থেকে কী কখনো মুক্তি পাওয়া যায় ?
তারাই তোমায় প্রশ্ন করে বসবে,
ভালোবাসা বলে কী কিছু আছে নাকি সব নিতান্তই বিভ্রম ?
কী উত্তর দেবে ?
✍🏼: তাছনিম ছাবাব রুবায়েত