স্রোতস্বিনী,
তুমি পাড় ভাঙনের ভয়ে
উপেক্ষা করো স্রোতকে
কোথাও হারি না যায়
ঐ নব্যতা তোমার।
তুমি দূষণের ভয়ে নাহি
মিশিবার দাও খাল
জনপ্রিয়তা না হারাক
ঐ জলপথ তোমার।
তুমি এলো ঝড় এলে
ডোবাও মাঝির নাও
তব মাঝির মনে নাহি
জন্মাক ঘৃণার আষাঢ়।
নাহি আজ শাসনের নামে
বাঁধাও তোমার পাড়
পলি অভাবে নাহি ফলন
ফসলের কমে যায়।
তাই অতি সংযম নাহি
করো তুমি আনয়ন
আমি গহীনে হারিয়ে যাই
তোমায় আফসোস গিলে খায়।