সাহিত্য ক্ষেতে কলম চালাতে
কাগজের জমিন নেইনি লীজ
অবসরকালে খুশির খেয়ালে
লিখি জানি তা রাবিশ চীজ।
নেই এতে ভাত, রসের অভাব
কবিতার ভাষা মোটেই নয়
নয় যা গদ্য, নয় যা পদ্য
দেবো বল তারে কি পরিচয়।
কাব্য লেখায় যা পাবো সময়
মনের কোণেও নেই সে সুখ
যা দেখি যা শুনি তাই নিয়ে বুনি
হরফের এই বেয়াড়া ছক।
ঘর সংসার ছেলে পিলে নিয়ে
দিনগুলো যায় দিব্যি কেটে
সাহিত্য ব্রত কলা বিদ্যার
ধার দিয়ে আমি যাইনি হেঁটে।
তবুও আমার আবোল তাবোল
মাসিকের পাতে যখন দেখি
মনে মনে ভাবি হায়রে বিধাতা
অদৃষ্টে মোর লিখেচো এ কি।
গন্ধবিহীন দীন কালো ফুল
সভায় আমারে এনো না ডাকি
প্রিয় বল্লভ পল্লব ছায়
বেড়ার আড়ালে গোপনে থাকি।
রবির আলোয় চন্দ্র কিরণে
ফোটে কতশত রঙিন ফুল
আমি আঁধারের, আমাকে খুঁজিয়া
রসিক জনেরা করো না ভুল।