ক্ষতি কার হলো বেশি?

153
0

যা ক্ষতি হবার আমারই হলো,
নষ্ট হল কলম-কাজগ কিংবা মগজ
আর হয়ে গেলো খরচা-
জমে থাকা এক বুক ভালোবাসা।

আমি ফিরে আসেছি রিক্ত হাতে,
তুমিও কি হারাও নি কিছু?
কে চলেছে অন্ধকারে তোমার সাথে?
অসম্ভব ভালোবাসারা নেয় না তোমার পিছু।

তুমি ছিলে আমার ক্রাচ,গিয়েছো আমায় ছেড়ে।
পঙ্গু হলাম আমি,তুমিই বা পেলে কারে?

বসে ভাবি ক্ষতি কার হলো বেশি,
কিংবা আওড়াই ভালোবাসি-ভালোবাসি।

মন্তব্য করুন