ইচ্ছে

290
0

লেখা হয়না আর কবিতা
ক্লান্ত আজ এই ব্যস্ত শহরে
গাড়ীর বহরে,
ট্রাফিক পুলিশের রেড লাইটের আলোই
মনে পড়ে যায় পুরনো দিনের সন্ধ্যে।
ইচ্ছেগুলো আজ মৃত লাশের কাফনের কাপরের
মৃদু চেহারার মত।
আর গাওয়া হয়না গানের কলি
সুর দেওয়া হয়না ছন্দে
দেখা হয়না রাতের জুৎস্নার আলো
আমি ক্লান্ত বড্ড ক্লান্ত এই ব্যস্ত নগরীতে।
মুচকি হাসির আড়ালে শতভাগ ক্লান্ত মন।

সানোয়ারুল বারী
লিখেছেন

সানোয়ারুল বারী

আমি সানোয়ারুল বারী, ডাক নাম জীবন, শখের বসে কবিতা লিখি, চেষ্টা করছি কিছু করার, আমি অনার্স 1ম বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র, বাবা ফয়জুল বারী অবসরপ্রাপ্ত শিক্ষক, গ্রাম- মাঝিয়াকান্দি, ডাকঘর- গাফুরীয়া মাদ্রাসা, থানা- ঈশ্বরগঞ্জ, জেলা- ময়মনসিংহ।

মন্তব্য করুন