তুমি সূর্য,
জাগ্রত হও ঐ নিকোষ কালো আঁধার থেকে।
শাখীরা পারে না আটকাতে তোমার উজ্জ্বল হাসি ;
পাতাগুলো ভেদ করে দেখিয়ে দাও তুমি কতটা সুখী।
তুমি মার্তন্ড,
তুমি করো রোগকে ধ্বংস।
তোমার লাল শিখাতে ঝড়ে পড়ে মৃত পাতাগুলো।
তুমি অরুণ,
তোমার আলোতে সৃষ্টি হয় নতুন কিশলয়।
তুমি সবিতা,
তুমি দূর করতে পারো কুয়াশার মাঝে থাকা শিশুটির কান্না।
তুমি সূর্য,
তোমার যাওয়াতে হারিয়ে যাবে কতো অধুনা।