কোথায় যাবো আর—
চতুর্দিকে আসছে তেড়ে ভয়াল অন্ধকার
আজন্মকাল পালাই পালাই
দুঃখ কষ্ট আপদ বালাই
পিছ ছাড়ে না, সবার হাতেই তীক্ষ্ণ তলোয়ার
দাঁত খিঁচানো অন্ধকারের চোখের গহ্বর
পায়ে পিষে চটকে দিতে
ঘাড়টা আমার মটকে দিতে
তাক করে এই মাথার দিকে চেচাচ্ছে – ধর ধর
ঘাড়টা বুঝি পারে না আর সইতে মাথার ভার
কোথায় যাবো আর—
কে যেন কয় পালাস কেন
নিজের চিতা জ্বালাস কেন
এবার ঘুরে দাঁড়া—
বুক চিতিয়ে ধর উঁচিয়ে তোর সাহসী খাড়া
বুক আছি কি – হাতড়ে দেখে পাই না সমর্থন
খুঁজি আনুপূর্ব আমি
কার ভরসায় ঘুরবো আমি
সাতপুরুষে কোথায় ছিলো দুরন্ত সেই জন
কার খাড়াতে ছিলো তেমন সত্যিকারের ধার
কোথায় যাবো আর—