ওই পারে খেয়া
এই পারে দেয়া
মাঝ-নদী জুড়ে পাগলা বাতাস ভিজছে,
এ যেন আমার
মন হারাবার
খেয়েলী খেলার ইচ্ছে ।।
দেখে) খ্যাপা শ্রাবণের এই পাগলামী
এই আমি, তবু নেই যেন আমি
বুঝি না কে কারে
ওপারে এপারে
কোথায় ভুলিয়ে নিচ্ছে ।।
চেনার ভেতরে বাইরে
জানি না কোথায় যাইরে
শুধু) বাদল ধারার বিরাম নাইরে নাইরে ।
আমি) ভাবি নাতো আর কার সংগীতে
কোন খেয়া আসে কোন পারে নিতে
ভাসাতে যে পারে
ওপারে এপারে
সে আজ মিলিয়ে দিচ্ছে ।।