ব্যঙ্গগানের কবিতা

তালপুকুরে ডুবলো না-তো ঘটি
সেই পুকুরের এমন শোভা
নেমে দেখি এঁদো ডোবা
কাদায় আটকে রয়ে গেলো বাম পায়েরই চটি ।।

ও মন তুমি মিছেই ভাবো
চটির বদল চটি পাবো
কতোই চটি আসবে যাবে এমন কোটি কোটি ।।

ঘটির বুলি ঘটাং ঘটাং – চটির বুলি চটাং চটাং
গাইবে না আর ফটাং ফটাং ঘোলা জলের গান
তালপুকুরে মাল কিছু নেই কিসের পিছুটান ।

ও মন তুমি ও সব ফেলে
নিজেই নদীর জলে এলে
নিজেই তুমি বুঝলে ভালো, কেমন ছিলো ওটি !!

মন্তব্য করুন