আয়-রে আমার গ্রামের মানুষ, আয়
আয় রে চলে রাজধানী ঢাকায়
দেখবি) তোদের মতো সাজ করেছে কয়েক শ’ ধাঙ্গড় ।
ওরা) জীবনেও হাল চালায়নি
চাষ-আবাদের চুল ফেলায়নি
ভাঙেনি তো রুক্ষ মাটির একখানি চাঙ্গড় ।।
দেখবি কেমন পান্তা খাবে
তোদের খাদ্যকে ভেংচাবে
নাচবে যেন কৃমির নাচন সব কটা ভাঙ্গড় ।।
মুখ দেখাতে লজ্জ্বা বলেই মুখোস পরে থাকে
পশুর অধম বলেই পশুর মুখোসে মুখ ঢাকে ।
সমবছরে তোমার পাকে
একদিনও কি ইলিশ থাকে ?
এদের দেখবি ইলিশ ছাড়া ভাঙ্গেই না আঙ্গড় ।।