বহুদিন শুনি না তো আত্মার নির্মোহ উচ্চারণ
কেবল লোভের পঙ্কে ধাবমান বিবেক মগজ—
নগরীর ডাস্টবীনে জমে থাকা মাছিদের ভোজ
মানুষ চলেছে আজো বয়ে – যেন মানুষের মন
হয়ে গেছে গাঢ় নীল মাছি – যার পাখার গঞ্জন
গানের মতোই বাজে ক্ষমতার নষ্ট চেতনায়
অথবা আরোগ্যহীন অচৈতন্য ব্যাধির লোনায়
সমাজের রন্ধ্রে রন্ধ্রে চলেছে ক্ষয়ের সংক্রমণ
ক্ষমতার কীট জানে প্রভু তার নরকের দূত
বিশ্বময় রক্তপাত লক্ষ-কোটি অযুত-নিযুত
নেতা নেত্রী নতজানু – পণ্ডিতেরা পরিণত দাসে
করুণার পলেস্তারা লেপে নেয় ভঙ্গুর আবাসে
ন্যুব্জ হয়ে খোঁজে কার ব্যাংক হলো কতোটা গরবী
তবু এর মধ্যে জাগে একাকী নির্ভীক এক কবি