চোখ

208
0

সে বলেছিলো তার চোখে দিকে যেনো না তাকাই ,আহ্ কথা শুনলাম না- নিজের ধংস নিজে’ই করলাম ।দোষ কি দিব তারে!
সে চোখ কথা বলে না,কেননা নীরবতা ফ্যাসিস্টের ভাষা। যাতে হারিয়েছিলাম আমার অস্তিত্ব, গন্তব্য ভেবেছিলাম তারে।
সে চোখের মোহ করেছিল আমায় বন্ধ। জানি না মায়া দেখছিলাম সেই চোখে নাকি আমি হয়ে জেতে চেয়েছিলাম অন্ধ।
সে অন্ধত্বের ঋণ ,শোধ করব একদিন !”মুনাফার হার কষে নিও,গণিতে অনেক দূর্বল ছিলাম।”অংক কষতে গিয়ে তাই ভালোবেসে ফেলেছিলাম ।”💔🙂
সে চোখ আমাকে খুঁজলো না, আমাকে হারাতে দিলে, নিখোঁজ বিজ্ঞপ্তি ছেয়ে যাবে তোমার শহরে।
সে চোখে নিরবতায় বলতে ইচ্ছে করে “তুমি বরং দূরে সরে যাও,মহা’সাগরের চেয়েও গভীর দূরত্ব বাড়াও,
আমি নষ্ট মানব তুমি’ই শ্রেষ্ঠ; দুঃখ এটা তো আমারই প্রাপ্য!

Mitul Rahman
লিখেছেন

Mitul Rahman

মেরুদন্ড স্নায়ু থাকা এক মানব রোবট

মন্তব্য করুন