তুমি যাও!

298
0

এখন চাইলেই ছেড়ে যেতে পারো!আমি ভেবে নেব তুমি স্বপ্নদোষে খসে যাওয়া বীর্যের মত ।তবে আমি নিষ্পাপ ছিলাম যতটা নিষ্পাপ ছিল নিষিদ্ধ পল্লীতে নষ্ট হওয়া শিশু।
তুমি চলে যাও! তুমি ছেড়ে যাওয়ায় তোমাকে ঘৃণা করার মাঝেও আমি তোমায় ভালোবাসি । কারণ তুমি আমাকে আমার মতই ঘৃণা কর..|
আমার সমস্ত দুঃখ তোমার ছিল মুখস্ত, অথচ সুখ পেয়ে চিনলে না আমায় । সুখ যখন পেয়েই গেছে তুমি যাও !
তোমার সুখ সমুদ্রের মাঝে একান্ত বাইতে চেয়েছিলাম যে তরী ,পরে দেখি তার ১২ জন মাঝি । ডিঙ্গিতে আমার ঠাঁই নাই হোক । আমি স্রোতে গা ভাসিয়ে দেবো তুমি যাও!!

Mitul Rahman
লিখেছেন

Mitul Rahman

মেরুদন্ড স্নায়ু থাকা এক মানব রোবট

মন্তব্য করুন