পড়ুন, লিখুন, প্রকাশ করুন, ছড়িয়ে দিন 

সবথেকে বড় কবিতা, গল্প, ছন্দ, গান, নাটিকা প্রকাশের সাইট


কবিতা

  • তুমি যাও!

    এখন চাইলেই ছেড়ে যেতে পারো!আমি ভেবে নেব তুমি স্বপ্নদোষে খসে যাওয়া বীর্যের মত ।তবে আমি নিষ্পাপ ছিলাম যতটা নিষ্পাপ ছিল নিষিদ্ধ পল্লীতে নষ্ট হওয়া শিশু। তুমি চলে যাও! তুমি ছেড়ে যাওয়ায় তোমাকে ঘৃণা করার মাঝেও আমি তোমায় ভালোবাসি । কারণ তুমি আমাকে আমার মতই ঘৃণা কর..| আমার সমস্ত দুঃখ তোমার ছিল মুখস্ত, অথচ সুখ পেয়ে…

    পড়তে থাকুন


  • ভয়ংকর স্মৃতি

    আমি ভুলতে পারি দূর আকাশের ওই চাঁদ, কিংবা ভুলে যেতে পারি মেঘের কান্না হয়ে ঝরে যত বৃষ্টির দাগ, মুশকিলের ব্যাপার এটাই ভোলা যায় না তোমায়, তোমায় ভুলিতে ভুলে যাই আমায়! তুমি চলে যাওয়ার পর, পৃথিবীতে এখনো রাত নামে, ভোরের আলো ফুটে, পাখিরাও শূন্যে গান গায় আনমনে, শুধু আমি এই জঘন্য; থেমে আছি তোমার স্মৃতিচারণে! তুমি…

    পড়তে থাকুন


  • ভালো আছি আমি

    একই শহর এর অছিলায় তোমার আমার বার বার দেখা হয়। আর যতবার – দেখা হয় আমরা চেষ্টা বারি একে অপর এর থেকে ভালো অভিনয় করার। তবে আজ-কাল – নিজেকে দেখলে বড্ড মায়া হয় নিজের প্রতি কি সুন্দর হাসতে পারো তুমি।পারি না আমি। পরিশেষে বাঁচতে পারো তুমি-বোকা সাজি আমি। কিছুই থেমেনেই তোমার আমার মিলন ছাড়া –…

    পড়তে থাকুন


  • কবিতা সুন্দর

    তুমি সুন্দর তবে সুন্দরী নয়, পৃথিবীর এত এত আলো যেন তোমার সৌন্দর্যের জন্যই হয়, চাঁদ যেন তোমার রূপের কাছেই আলো ধার নেয়! আহা কি সুন্দর তুমি, আহ আর কি যে মায়া, কোটি জনম যেন পার করিয়া দেই তোমার দিকেই চাহিয়া, এ নয়ন যেন ধন্য হলো তোমারে দেখিতে পাইয়া! তুমি ভীষণ সুন্দর সুন্দরী নও, তোমাকে সুন্দরীদের…

    পড়তে থাকুন


  • চোখ

    সে বলেছিলো তার চোখে দিকে যেনো না তাকাই ,আহ্ কথা শুনলাম না- নিজের ধংস নিজে’ই করলাম ।দোষ কি দিব তারে! সে চোখ কথা বলে না,কেননা নীরবতা ফ্যাসিস্টের ভাষা। যাতে হারিয়েছিলাম আমার অস্তিত্ব, গন্তব্য ভেবেছিলাম তারে। সে চোখের মোহ করেছিল আমায় বন্ধ। জানি না মায়া দেখছিলাম সেই চোখে নাকি আমি হয়ে জেতে চেয়েছিলাম অন্ধ। সে অন্ধত্বের…

    পড়তে থাকুন


  • আমার স্বাধীন বাংলায়

    আমার স্বাধীন বাংলায়, অধিকার চাইলে গায়ে রাজাকার ট্যাগ লেগে যায়। আমার স্বাধীন বাংলায়, ৫৩ বছর পর দেশকে স্বাধীন করতে হয় পুনরায়! আমার স্বাধীন বাংলায়, ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে অক্ষরে অক্ষরে… আমার স্বাধীন বাংলায়, কোটার নামে বৈষম্য আসে ফিরে! আমার স্বাধীন বাংলায়, বাবার নাম ভাঙিয়ে গদিতে বসা যায়। আমার স্বাধীন বাংলায়, ভোট চুরি করে যুগের পর যুগ…

    পড়তে থাকুন


  • ক্ষোভ

    বোকা সেজে আছি বোঝতে চাচ্ছি না। কব্জিতে ব্যথা করছে বন্দুক চালাতে পারছি না। আলো দেখছি কিন্তু যেতে চাচ্ছি না। বুক পকেটে দাগ লেগেছে কারন নুংরা ছিলাম না। ভালোবেসেছিলাম তাই বেশ্যার পিঠে চাবুকাঘাত করতে পারছি না।

    পড়তে থাকুন


  • এক গুলিবিদ্ধ পাখির আর্তনাদ

    হা হা হা হা হা! ভাবছো হায়নার মতো হাসছি কেন? কারণ আমি যে আত্মহত্যার গান ভালোবাসি। পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতা নিজেকে নিজের মতো মানিয়ে নেওয়া। তোমরা কি জানো মানব সভ্যতা আমাকে এই শিক্ষাই দিয়েছে, চুমু হবে বন্দুকের গুলির থেকেও ক্ষিপ্র। এজন্য তোমাকে মুক্তি পেতে বেছে নিতে হবে বন্দুকের গুলি। হিংস্র হায়নার মতো সূর্য যখন কারাগার…

    পড়তে থাকুন


  • দুঃখের রং!

    দুঃখের রং…….. ছিলেম যখন ছোট্ট ভাবিতাম হায়, দশ পয়সার লজেন্স কিনে দিতে মা না চায়। হইলো বয়স ষোলো মনে ফুটিলো ভালোবাসার আলো। প্রেমপত্র বাতিল করিয়া করিলো অপমান দুঃখে-কষ্টে ছাড়খার আমার প্রাণ। না করি ব্যাবসা না করি অফিস এই ভাবতে ভাবতে হইলো বয়স তিরিশ। দেখিতে দেখিতে কাটিলো আরও কিছু সাল, বিবাহ করিয়া ধরিলাম সংসারের হাল। শেষ…

    পড়তে থাকুন


  • তুমি বরং চলেই যাও!

    তুমি বরং চলেই যাও……. তুমি বরং চলেই যাও, তুমি বিহীন আমি অনেক অগোছালো। তুমি না থাকলে হয়তো, নিজেকে নিজেই গুছিয়ে নেবো। তুমি বরং চলেই যাও, তুমি থাকলে তোমার শূন্যতা অনুভব করার ক্ষমতাও আমার শূন্য। তুমি না থাকলে হয়তো, তোমার শূন্যের মর্মতা বোঝার ক্ষমতা আমার পূর্ণ হবে। তুমি বরং চলেই যাও, তুমি না থাকলে হয়তো, বিষাদ…

    পড়তে থাকুন


গল্প

  • আপনার জন্য অসীম ভালবাসা

    পর্ব -১ ঘড়ির কাটায় সকাল ১০ টা বাজে। বিছানায় এখনো পরে পরে ঘুমোচ্ছে ইরা । তার মা এসে তাকে ডাকতে থাকে “কিরে ইরা কলেজ যাবি না এখনো ঘুমোচ্ছিস, এই ইরা উঠ,, ১০ টা বাজে “। দশটা বাজে শুনে ইরা লাফ দিয়ে উঠে বলে ” কি বলছো এসব আগে ডাক দিবে না “। ইরার মা বলে…

    পড়তে থাকুন


  • দ্রোহের প্রান্তর

    দৃশ্যকল্প ১:- আজ ১০আগষ্ট ২০২৪। আমি সেই জায়গায় বসে আছি ,যেখানে বসে একটা সময় আমরা কত গল্প-স্বল্প করতাম, কত হাসি আর কান্নার মিলন হতো এই জায়গায়, কত আবেগ ও না জানা কথার মনোস্তাত্তিক বিনিময় হতো যে আসরে। সেই আসরে আজ আমি শূণ্য হয়ে পড়ে আছি। প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে তোমার উপস্থিতি আমি টের পাচ্ছি। কিছুই করার…

    পড়তে থাকুন


  • জ্বর

    গভীর নিঃসঙ্গতায় মানুষ আকাশ দ্যাখে। সুখে বিভোর থাকা মানুষ কখনো এক দৃষ্টিতে আকাশ দেখেনা। আকাশ কেবল মন খারাপের সঙ্গী হয়,ব্যাথায় নিস্তেজ শরীর তারউপর থার্মোমিটারের পারদ এর ওঠানামা তো 103°-104° এর ভিতরে সীমাবদ্ধ , সবমিলিয়ে যাচ্ছে দিন।

    পড়তে থাকুন


  • এ ক্ষতি আপনার নয়!

    লয়াল থাকুন। সৎ থাকুন। নিজের ১০০ শতাংশ দিয়ে থাকুন। তারপরেও বেরিয়ে আসতে হলে, মাথা উঁচু রেখে বেরিয়ে আসুন। চোখে জল আসলে, চোখ মুছুন। আর নিজেকে বোঝান, এ ক্ষতি আপনার নয়। কোনওভাবেই নয়…

    পড়তে থাকুন


  • বৃষ্টি

    এ শহরে যখন বৃষ্টি নেমে আসে আমার উঠোন বন্যায় ভাসে,আমার কান্না গিয়ে মেশে বৃষ্টির কান্নাতে আর আমি ডুবে যাই, ভেসে যাই হাঁটু পানিতে।

    পড়তে থাকুন


  • প্রথম লেখা।

    গির্জার ঘন্টা টা টং টং করে বেজে উঠল। বসন্তের এক সকাল বেলা। খুবই মুগ্ধকর পরিবেশ। যিশুর সামনে প্রার্থনা রত অবস্থায় এক ৬০ উর্ধ বয়সি বৃদ্ধ। মাথা ভর্তি তাহার পাকা চুল মুখ ভর্তি সাদা দাড়ি। তবে মাঝে মাঝে এক দুইটা কালোও রয়েছে৷ চোখে চশমা, যেটা দেখে আন্দাজ করা যায় চোখে খুবই কম দেখেন তিনি। খুবই করুন…

    পড়তে থাকুন


  • সময়

    সময় বদলায় স্মৃতি নাহ

    পড়তে থাকুন


  • মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না? কেন মেঘ আসে হৃদয়-আকাশে, তোমারে দেখিতে দেয় না? —রবীন্দ্রনাথ ঠাকুর

    মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না? কেন মেঘ আসে হৃদয়-আকাশে, তোমারে দেখিতে দেয় না? —রবীন্দ্রনাথ ঠাকুর

    পড়তে থাকুন


  • আব্বা

    মনে হয় বড় হইয়া যেন আব্বার কাছ থেইকা পর হইয়া গেছি। কত আপন ছিলাম আগে… ঈদের দিন সকালে আব্বা হাতে ধইরা পুকুরে নিয়া যাইতো, নিজের হাতে গোসল করাই দিতো, আম্মাই তেল পাউডার দিয়া নতুন জামা পড়াই দিত। আব্বা হাতে নতুন একটা দশ টাকার নোট দিত, আব্বার হাতের আঙ্গুলে ধইরা ঈদে যাইতাম। তখন কতই আপন ছিলাম।…

    পড়তে থাকুন


  • দুনিয়া ছাড়তে আর পারলাম কই।

    একদিন বলেছিলাম, তোমার জন্য এই দুরিয়া ছাড়বো, তবু তোমায় ছাড়তে পারবো না। আমায় মিথ্যাবাদী বানালে। তুমি ঠিক’ই ছেড়ে গেলে, আমি “দুনিয়া ছাড়তে আর পারলাম কই”।

    পড়তে থাকুন


ছন্দ

  • কি পেলে তুমি?কি দিলে আমাকে?

    কিন্তু,কি হলো তোমাদের? কোথায় গেলো তোমাদের ভুল ভ্রান্তি?যাদের বলতে “রিলসে মাতোয়ারা, নেশায় আসক্ত প্রজন্ম”তারাই দেখিয়েছে সাহস ৫২ র রফিক এর মতো ❤️‍🩹 এই জেন জি রা নিজের জন্যই কি পথে? তোমার আমার কি নেই কোনো প্রয়োজন? হয়তো তারা না নামলে সাঈদ এর গুলি ফাঁস হয়ে জড়াত তোমার সন্তান এর গলায় ।। মুগ্ধ পানি না দিলে…

    পড়তে থাকুন


  • স্পর্শ ছাড়াও স্পন্দন বাড়ে!🙂🌸

    তাকে আমি স্পর্শ করতে পারি না,তার সাথে আমার যোগাযোগ নাই তাও তার কথা মনে হলে আমার বুকের স্পন্দন বেড়ে যায়!🌸❤️ _স্পর্শ ছাড়াও স্পন্দন বাড়ে!

    পড়তে থাকুন


  • স্নিগ্ধ হাসি

    ভালোবাসা’র স্নিগ্ধ হাসির মতো “মধুর” হাসি আমি কোথাও দেখিনি। আজিজ মুহাম্মদ 🌸

    পড়তে থাকুন


  • বিচ্ছেদ অতো সহজ নয়

    কারো কাছে থেকে আলাদা হওয়া যদি সহজ’ই হইতো ‘আজিজ; তবে দেহ থেকে রুহু নিতে ফেরেস্তা আসতো না। আজিজ মুহাম্মদ

    পড়তে থাকুন


  • প্রেমিক’রা মৃত নয়

    প্রেমিক’রা মৃত নয় বরং তারা আশেক,মাসুকের হৃদয়ে বিরাজমান থাকে।

    পড়তে থাকুন


  • কেহ আমায় মৃত বলো না।

    আমি মারা গেলে খোদার দোহাই কেহ আমায় মৃত বলো না, আমি এক চড়ুই দেহ আমার খাঁচা, খাঁচা ছেড়ে উড়ে গেছি মাএ।

    পড়তে থাকুন


  • অপেক্ষা

    অভিমানের দেয়াল ভাঙো অচিরেই মিটে যাবে ব্যথা, এক পাশে আমার দুঃখের বাস অন্য পাশে থাকে অপেক্ষা!

    পড়তে থাকুন


  • রক্তের ঋণ

    ১৫ জুলাই গণহত্যা: মানবের কন্ঠে জাগ্রত জনতা জাগ্রত জন্ম ভূমি, ভাষা আন্দোলনের স্মৃতিশ্রীতি কোটা বাতিলের পথভূমি, ১৫ জুলাই হত্যা যজ্ঞে রক্তাক্ত ঢাবির মরণ ভেসে উঠেছে ২৫ মার্চের গণহত্যার ধরন আক্রমণাত্মক হিংস্র রূপে হানাদার বাহিনী করুন কন্ঠে লরে যাচ্ছে মা বাবার আদরিণী কাপুরুষ তারা উঠেছে যারা মা বোনের গায়ে হাত ৭১ দেখিনি ২৪ দেখবো মেলাবো কাধে…

    পড়তে থাকুন


  • যাওয়ার সময় বলে যাওনি তুমি

    যত কষ্ট তোমাকে ঘিরে, যত দুঃখ তোমায় জুড়ে, কত অভিমান জমিয়ে রেখেছি আমি,যাওয়ার সময় বলেও যাওনি তুমি।

    পড়তে থাকুন


  • নিরাশা

    এ বৃষ্টি আমার হয়ে তো-মাকে যেন ছুঁয়ে যায় প্রতিটি বর্ষায়।

    পড়তে থাকুন


গান

  • মাকে তুমি শুধু জানো গো মন

    মাকে তুমি শুধু জানো গো মন (শ্যামা) মাকে তুমি শুধু জানো গো মন || মাকে জানলে পরে সব কিছু তো এমনি জানা হয়ে যাবে || মা যে এই আকাশ বাতাস দূরের ওই সূর্য তারা || মা যে অখিল সাগর নদী পাহাড় বন্যা ঝড় মরু নির্ঝর ||

    পড়তে থাকুন


  • একবার দু’হাত তুলে বলো

    (একবার) দু’হাত তুলে বলো শ্যামা শ্যামা শ্যামা || দেখবে কত শান্তি পাবে মনে শ্যামা মা’র নামে মেতে | তাঁর নামে-গানে পাগল হলে ক্ষতি কিছু নেই জানবে || ঐ পাগলী মায়ের সন্তান তো পাগল ছাড়া আর কী হবে | মা আমার রাগী তবু মাকে ভালোবাসি || মাকে রেখেছি আমি বুকের ভিতর সেথায় সে ভালো আছে |…

    পড়তে থাকুন


  • তারা তারা বলো (তারা মায়ের গান )

    তারা তারা বলো তারা তারা বলো || (শুধু) তারা নাম জপ ক’রে যাও সারা দিনে-রাতে মিলে || দেখবে এ নাম জপ ক’রলে মনে আসবে পরম শান্তি || (তুমি) সে শান্তিতে ডুবে থাকো তারা মা’র আশীর্বাদে || এত বড় বিশাল আকাশে তারা মা লুকিয়ে আছেন || (আমরা) দেখতে তাঁকে পাই না তবু তিনি আমাদের দেখেন ||…

    পড়তে থাকুন


  • শ্যামা মা আমার কত বড় (শ্যামা সঙ্গীত )

    শ্যামা মা আমার কত বড় || ঐ আকাশ যত বড় মা আমার তার চেয়েও অনেক বড় | সূর্য তারা সবাই মিলে আছে মায়ের অঙ্গে ছড়িয়ে || মায়ের পায়ের নিচে আছে পড়ে আমাদের এই পৃথিবী | বিষ্ণু বিভু ভোলাবাবা কাজ করে মা’র আদেশে || এই ভবের সংসার মা’র আদেশে কাজ করে খুশি মনে | অর্ঘ্য এসব…

    পড়তে থাকুন


  • মায়ের নাম নিয়ে কৈলাসে যাব ( শ্যামা সঙ্গীত )

    মায়ের নাম নিয়ে কৈলাসে যাব আমি এবার মায়ের নাম নিয়ে কৈলাসে যাব || দেখব সেথায় মা আছে নাকি আছে শুধুই পাহাড়মালা || দেখব সেথায় মা’র চরণচিহ্ন কোথায় কোথায় বাবার ত্রিশূল পোঁতা || দেখব সেথায় কেমন করে থাকে মা বাবার সাথে || আমি সেথায় গিয়ে আসব না আর থেকে যাব তাঁদের কাছে || মাকে আমি রেখেছি…

    পড়তে থাকুন


  • মায়ের নাম নিয়ে কৈলাসে যাব ( শ্যামা সঙ্গীত )

    মায়ের নাম নিয়ে কৈলাসে যাব আমি এবার মায়ের নাম নিয়ে কৈলাসে যাব || দেখব সেথায় মা আছে নাকি আছে শুধুই পাহাড়মালা || দেখব সেথায় মা’র চরণচিহ্ন কোথায় কোথায় বাবার ত্রিশূল পোঁতা || দেখব সেথায় কেমন করে থাকে মা বাবার সাথে || আমি সেথায় গিয়ে আসব না আর থেকে যাব তাঁদের কাছে || মাকে আমি রেখেছি…

    পড়তে থাকুন


  • তারা তারা নামে ডুবে যা না ( তারা মায়ের গান )

    তারা তারা নামে ডুবে যা না || (ও মন) তারা তারা বলে তুই তারা নামে ডুবে যা না || তারা নাম মহানাম তারা নাম শ্রেষ্ঠনাম || (ও মন) তারা তারা বলে তুই দুঃখ-জ্বালা সব মেটা না || মধুমাখা তারা নামে মেতে থাক অনুক্ষণ || (ও মন) যে মেতেছে এ নামেতে সে পেয়েছে তারা মাকে ||…

    পড়তে থাকুন


  • মেয়ে হয়ে মা তুই আয় না কাছে ( শ্যামা সঙ্গীত )

    মেয়ে হয়ে মা তুই আয় না কাছে আমার মেয়ে হয়ে তুই থাক না ঘরে || আমি যা খাব মা গো তুইও তাই খাবি || পারবি না কি স্বর্গ থেকে এই ছোট্ট ঘরে চলে আসতে || স্বর্গের মতো পাবি না হেথায় অমন স্বর্গীয় সুখ || আমার যেমন আছে তাই দিয়ে মা তোকে আমি করব সেবা ||…

    পড়তে থাকুন


  • এবার আমি পাগল হব ( শ্যামা সঙ্গীত )

    এবার আমি পাগল হব মায়ের নামে পাগল হব || পাগল হয়ে আমি তখন মায়ের কাছে চলে যাব || আমি তখন ভবের সংসার থেকে একেবারে মুক্তি পাব || অর্ঘ্য বলে মা’র নামই তো জগতের শ্রেষ্ঠ নাম || যে জন এ নামে ডুবেছে সে জন বড় সুখে আছে || অর্ঘ্য বলে এ নাম নিলে মন প্রাণ হয়…

    পড়তে থাকুন


  • এই সবুজের পাাশে মেঘনার ঢেউ

    এই সবুজের পাাশে মেঘনার ঢেউ তরুলতা ঘাসে থাকা এক ছবি, এ তো ছবি নয় প্রাণের- ভালোবাসা। চোখ হারা নদী পাখিদের ঝাঁকে জেলে নৌকা লয়ে যেই পরে থাকে ঢেউ আর জলে খেলে যায় পাশা। পথ ধরা ক্ষেতে রঙ মাখা মাখি ফসলের রঙে চারদিক আঁকি। আঁকা বাকা পথে পথ টানা মনে চাষাদের চাষে চোখ নামা ক্ষণে। এই…

    পড়তে থাকুন


নাটিকা

  • সিন্দুরের বেসাতি

    ওলো সোনার বরণী, তোমার সিন্দুর নি নিবারে সজনি! রাঙা তোমার ঠোঁটরে কন্যা, রাঙা তোমার গাল, কপালখানি রাঙা নইলে লোকে পাড়বে গালরে; তোমার সিন্দুর নি নিবারে সজনি! সাঁঝের কোলে মেঘরে-তাতে রঙের চূড়া, সেই মেঘে ঘষিয়া সিন্দুর করছি গুঁড়া গুঁড়ারে, তোমরা সিন্দুর নি নিবারে সজনি! এই না সিন্দুর পরিয়া নামে আহাশেতে আড়া, এই সিন্দুরের বেসাতি করতে হইছি…

    পড়তে থাকুন




যে বিনিদ্র সে স্বপ্ন দেখতে পারে না
যে অসুখী সে কবিতা লিখতে পারে না।

আবু জাফর ওবায়দুল্লাহ