বুঝিনা আর তোমার কিছু

106
0

নিজকে অনেক চালাক ভাবো বুঝি না আর তোমার মতি

গোপনে এক বৈঠা চালাও মন নদীতে যে স্বপাটে,

অথচ আমায় নিত্য বলো নদীর ভেতর কেউ আসেনা 

কেউ চলে না তোমার ঘাটে।

কি বলতে চাও কেমন তোমার মনের মিছিল

তালবাহানা ফিরে দেখি ওজন দিয়ে তোমায় ভাবি,

নিজের কাছে প্রশ্ন রেখে ঠকার হাজার নিয়ত করে

তোমার ভেতর ওজন মাপি।

তবে আমার বেহায়া মন তোমার নামে জিকির করে

ছবি আঁকে মনের শিল্পে সাজিয়ে তোলে,

ফিরে যাওয়া মুখটি আমার তোমার দিকে ফিরিয়ে নেয়

এই বেহায়া মন হৃদয় কোলে।

মোঃ মুসা চরফ্যাশন
লিখেছেন

মোঃ মুসা চরফ্যাশন

জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পদযাত্রা

মন্তব্য করুন