পাতা ঝরা দিনে রোদেও কোমল থাকা চারিদিক,
মাটির শরীরে বিছিয়ে দিয়েছে পাতার আঁচল,
কুশ টেনে নিলো ডিম পারতেছে ময়না শালিক
জল আর মেঘ শীতের চোপার নেই কিছু ঘোল।
শিমুল ফুটেছে ঝরেও পড়েছে শিমুল ঝুলেছে
কুকিলে ছিঁড়েছে বালকে তুলেছে শিমুলের ফুল,
কিছু স্নিগ্ধ কিছু দক্ষিণের হাওয়া দুলেছে
বালকের চুল বালিকার চুল আউলে দূকূল।
আমি বসন্ত উৎসবে খুঁজি নিজেকে যখন
দেখি হতাশার চারিদিক শুধু দূষিত বাতাস,
শকুনের ডাকে বের হয়ে দেখি কুকুরে যখম
বের হব কোথা মুক্ত পথের এক পরিহাস।