সাহিত্য রস

সবচেয়ে বড় কবিতা, গল্প, ছন্দ এবং গান প্রকাশের ওয়েবসাইট

দেখার ইচ্ছা

1
0

অনেক সাধ আমার এই দুয়ার দেখার
প্রকৃষ্ট স্বস্তির স্থানে বুক ভর্তি ঠাঁই,
দুর্নীতি মুক্ত প্রবাহে সবুজে সকাল আনে
জাতি, জ্ঞাতি ধর্ম বর্ণে ভেদাভেদ নাই।

অনেক সাধ আমার এই দুয়ার দেখার
হিংসা ঠকা নেই আছে প্রেমে জলোচ্ছাস,
অমলিন ফুরফুরে বহমান জনস্রোত
অহংকারে মাথা নুয়ে মনের আকাশ।

দেখতে চাই বাংলার সবুজ শ্যামা থাকুক
বাগানে পাখির সুরে পুষ্পের আসন্ন,
নবান্নে মাঠ থাকুক শিশিরে ফসল ভেজা
পালিয়ে গিয়েছে দুঃখ নেই যে বিষণ্ণ।

অনেক সাধ আমার এই দুয়ার দেখার
সমৃদ্ধ বন্ধন প্রীতি করে যায় উচ্চহাসি,
অর্থনীতি শীর্ষ স্থান মানবের উন্নায়ন
দেখতে চাই বিশ্বতে শ্লাঘা হয়ে ভাসি।

দেখতে চাই খেলায় শীর্ষের প্রথম স্থান
প্রতিটি সেক্টরে শীর্ষে দেখবার চায়,
মুক্তিযুদ্ধের চেতনা সর্ব বুকে বড় টান
সবার সুখ উচ্ছাসে বলি বাংলা জয়।

মোঃ মুসা
WRITTEN BY

মোঃ মুসা

মোঃ মুসা আমি বাংলা কবিতায় আছি ৮ বছরের উপরে
সামুতে ব্লগে আছি ৮ এর উপরে। আমি একজন ব্লগার
কবিতা এবং অন্যায় কুসংস্কার বিরোধী। আমি কবিতা লেখি ছন্দ মাত্রা নিখুঁত ভাবে। কবিতায় ছন্দ মাত্রা অপরিবর্তিত।

মন্তব্য করুন