দূষিত বাতাস চারদিকে নেই বঙ্গ দুয়ারে
করে না বেদিশা নেই উশখুশ,
দূষিত বিবেকে গন্ধ ছড়ানো থেকে বমিভাব
দম চেপে করে স্বস্তি বেহুঁশ।
মস্তক পচা ধ্বংসাত্মকে যে গালিগালাজ
বের হয় মুখ ছুঁয়ে,
বিব্রত হয়ে থরথরে কাঁপি শীত হীন তনু
কাত হয়ে পরি নুয়ে।
বিবেক পচার রঙের চাইতে কুকুরের হাগু
বেশ সুন্দর নয়তো কাকের বিষ্ঠা,
ময়লা স্তূপ ঘাটতে ঘাটতে রত্ন মেলায়
বিবেক ঘাটলে পাই বিষাক্ত নিষ্ঠা।