একক ইচছা

177
0

অনেক রূপের ঢেউ চোখ সাঁতরিয়ে ভাসে
মনের ভেতর কিছু আমি মজুত রাখি না,
তোমার তুলনা তুমি কেবল করে চমক
মনের বাড়িতে বসা আমি ছাড়তে পারিনা।

তোমার মাঝে দেখছি এক জীবনের সাধ
তুমি ছাড়া ঘন্টা বাজে দৈবাৎ উষ্ণের আমল,
আমার হৃদয় গৃহে তন্ন তন্ন খুঁজে দ্যাখো
তুমি ছাড়া কেউ আর পাওয়া কী! মুশকিল।

অনেক রূপ দেখেছি আনে অকস্মাৎ প্রশান্তি
মনের প্রশান্তি টুকু ছিয়াত্তরে মন্বন্তর,
তোমার ভেতরে পাই মনের রাজ্যে উল্লাস
বিয়োগ করেছি যত তোমাতে চাপে অন্তর।

তোমার হেলা আমার দুঃখ হয়ে ধরে
তোমার যত্ন আমায় স্বর্গের মুখে ডুবায়
জানি না তোমার ইচ্ছা কোনদিকে ঠেলে দাও
তোমার চোখের রাজ্যে

মোঃ মুসা চরফ্যাশন
লিখেছেন

মোঃ মুসা চরফ্যাশন

জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পদযাত্রা

মন্তব্য করুন