মা মাটি দেশ

50
0

মায়ের স্নেহের ডাক মনে পড়ে যায়
স্মৃতির দরজা ভেঙে উঁকিঝুঁকি দেয়,
শাশ্বত মমতা সেই নিঃস্বার্থ প্রীতির
আজ মা নেই কেবল দেখি ইশারায়।

মায়ের স্নেহ সহিত টানা অক্সিজেন
প্রকৃতি দিয়েছে তাতে রক্তের চূড়ায়,
আজ মা নেই কেবল সবুজ শ্যামল
ঠিকি মায়ের মতন মমতা বিলায়।

আজ মা নেই কেবল মায়ের মুখের
অক্ষর গুলো গুছিয়ে বাক্যকে! বানাই,
মায়ের কথার নামে যে দেশ হয়েছে
বাংলার ভাষার দেশ সম্মান জানাই।

মায়ের কথায় আজ কবিতা বানাই
গল্প,উপন্যাস আর কত গান গাই,
মায়ের ভাষায় আমি প্রেমের দুয়ারে
মধুর প্রস্তাব নিয়ে আকুতি জানাই।

মায়ের ভাষা কেউ কী? মানে না সংস্কৃতি
অন্যের সংস্কৃতি নিয়ে গুণগান গায়,
মায়ের ভাষার নামে আমার এদেশ
সৌভাগ্য আমার বড় প্রশান্তি জুড়ায়।

ভালোবাসি জনমের প্রকৃতির ঘাঁটি
ভালোবাসি সকাতরে হে! মা মাটি দেশ

মোঃ মুসা চরফ্যাশন
লিখেছেন

মোঃ মুসা চরফ্যাশন

জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পদযাত্রা

মন্তব্য করুন