পালিয়ে যাচ্ছে শীতের বাতাস তার আত্নীয় ছেঁচড়া উষ্ণ দরজা লগ্নে উঁকিঝুঁকি দেয়, কাল সংহারে ভেদ করে আসে মেয়াদ অন্তে বিদায় রাজার শাসনের ভার ঋতু রাজা ছয়। শীতের শাসনে বহু গরিবের পিঠে অসহায় চেপে বহু অবিচার জুলুম স্বীকার দেখেছি তাকিয়ে, এমনো দেখেছি ফালতু রাজ্য গরম শাসকে টিনের চালার ফুটো দ্বার বেয়ে বৃষ্টি নামায়। নিয়তির কাছে দোষ দিয়ে বেঁচে আছে জনগণ পাখির বাসার উপর ছেড়েছে বেহুঁশ তুফান, আকামের আর কোন কাম নেই বেয়াদব ঝড়, দেখতে দেখতে শীতের ঠান্ডা রাজার-আগমন। অসহায় এর বারো মাস জুড়ে বারো মসিবত, পিছ লেগে থাকে নির্লজ্জ দুঃখ পিছ ছাড়ে না যে দুঃখকে পেটা অপশন পেলে জোতা দিয়ে মারা হতো। লিখেছেন মোঃ মুসা চরফ্যাশন জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পদযাত্রা মন্তব্য করুন জবাব বাতিলমন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে। একটি চিন্তা “প্রকৃতির শাসন” মোঃ মুসা · ফেব্রুয়ারি 12, 2024 at 9:56 পূর্বাহ্ন এই লাইনে দরজা লগ্নে এখানে মাত্রা হিসেব গোলমাল আছে যেহেতু সম্পাদনা করার অপশনাই। আরেকটি নিলজ্জ দুখ হবে ……….. দুঃখ হবে না দুটি লাইনের ভুলের জন্য দুঃখিত। জবাব দেবার জন্য প্রবেশ করুন
এই লাইনে দরজা লগ্নে এখানে মাত্রা হিসেব গোলমাল আছে যেহেতু সম্পাদনা করার অপশনাই। আরেকটি নিলজ্জ দুখ হবে ……….. দুঃখ হবে না
দুটি লাইনের ভুলের জন্য দুঃখিত।