ঝড়ের আঘাতে বৃক্ষ নিধন ভাঙায় বসত বাড়ি,
ঝড়ের আঘাতে পুরুষ ভাঙে না পুরুষ ভেঙেছে নারী।
বিপদের দিনে মাথা উঁচু করে বাঁচতে যারাই জানে,
শত পরাজয়ে হয়নি কাহিল ভাঙার হয়না মানে।
পুরুষ কাঁদেনা শত আঘাতেও পুরুষ পাথর নয়,
নারীর আঘাতে পুরুষের চোখে অশ্রু সিক্ত ময়।
সাত সমুদ্র পাড়ি দিতে রাজি নারীর সুখের জন্য,
সেই নারী কেন ?পুরুষ কাঁদায় করেছে জীবন ছন্ন।
মৃত্যুর সাথে পাঞ্জা লড়েও পুরুষ বাঁচতে পারে,
নারীর আঘাতে আস্ত পুরুষ নিঃস্ব দেখেছি যারে।
💐💐💐
ধন্যবাদ মন্তব্য করছেন