তোমার নয়নে আমার পৃথিবী দেখে
শৈশব এর অবুঝের মন থেকে,
আমার ভেতরে আমার বাহির গেঁটে
তোমাকে আগলে যতটা দিয়েছি রেখে।
এভাবে রাখিনি নিজের মাথার চুল
নিজের শরীর স্বাস্থ্যের কাছে,
চিরুনির ফাঁকে ভাজ করি নাই কূল
ভাসিয়ে দেইনি আনন্দ অভিলাষে।
তোমাকে হারাবো ভাবনার বহিষ্কারে
কখনো গুটিয়ে নেবার আসেনি ধ্যান,
ময়লা চিন্তা ধুয়ে করি পরিস্কারে
এক করে নেই হৃদয়ের লেনদেন।
এখনো জানি না কোথায় হারিয়ে গেছে
ঝুঁলে গেছে কারো চোখের পাতায় ভরে,
সকালের কাছে ফুল হয়ে ঝরে মেশে
কাউকে বিলিয়ে দিয়েছে দুহাত ভরে।