খাম খেয়ালি তার

1
0

হেলার দুয়ারে শুধু ছেলে খেলা আমি টের পাই
স্বপ্নের বন পচে পচে হলো ময়লার স্তূপ,
স্বপ্ন পচলে পচে যায় মন পচে যায় টান
হৃদয়ে পুজারি পূজা ছেড়ে হয় চুপ।

জোয়ার ভাটার পার্থক্য নেই কয়েক মিনিটে
স্রোত উল্টেই যেতে পারে নদী মনের উপর,
তোমার কথায় অনেক মরেছি জীবন্ত থেকে
স্বপ্ন পচায় মনের শরীরে উঠেছিল জ্বর।

তবুও পারিনি বুঝতে তোমার মন
তোমার হেলার নিক্ষেপ টুকু ধরে,
দিন দিন আমি বুকের তলায় এক
পাথর চাপিয়ে ঘুমিয়ে থাকছি ঘরে।

তোমার হেলার চৈত্র ধরেছে মনে
মনের দুয়ার ভাঙছে পথের সাঁকো,
আমি কেবলই তোমাকেই আঁকি
তুমি জানি কাকে আঁকো?

মোঃ মুসা
WRITTEN BY

মোঃ মুসা

মোঃ মুসা আমি বাংলা কবিতায় আছি ৮ বছরের উপরে
সামুতে ব্লগে আছি ৮ এর উপরে। আমি একজন ব্লগার
কবিতা এবং অন্যায় কুসংস্কার বিরোধী। আমি কবিতা লেখি ছন্দ মাত্রা নিখুঁত ভাবে। কবিতায় ছন্দ মাত্রা অপরিবর্তিত।

মন্তব্য করুন