এই সবুজের পাাশে মেঘনার ঢেউ
তরুলতা ঘাসে থাকা এক ছবি,
এ তো ছবি নয় প্রাণের- ভালোবাসা।
চোখ হারা নদী পাখিদের ঝাঁকে
জেলে নৌকা লয়ে যেই পরে থাকে
ঢেউ আর জলে খেলে যায় পাশা।
পথ ধরা ক্ষেতে রঙ মাখা মাখি
ফসলের রঙে চারদিক আঁকি।
আঁকা বাকা পথে পথ টানা মনে
চাষাদের চাষে চোখ নামা ক্ষণে।
এই সীমানায় মেলে কত আশা।
বন আর বনে পাখিদের ডাকে
ঘুম ভাঙা ভোরে শুধু লেগে থাকে
শিশিরের জলে পাতার গোসলে
যে শিশির নয় না বলার ভাষা