মজার দেশ

145
0

এক যে আছে মজার দেশ, সব রকমে ভালো,
রাত্তিরেতে বেজায় রোদ, দিনে চাঁদের আলো!
আকাশ সেথা সবুজবরণ গাছের পাতা নীল;
ডাঙ্গায় চরে রুই কাতলা জলের মাঝে চিল!
সেই দেশেতে বেড়াল পালায়, নেংটি-ইঁদুর দেখে;
ছেলেরা খায় ‘ক্যাস্টর-অয়েল’ -রসগোল্লা রেখে!
মণ্ডা-মিঠাই তেতো সেথা, ওষুধ লাগে ভালো;
অন্ধকারটা সাদা দেখায়, সাদা জিনিস কালো!
ছেলেরা সব খেলা ফেলে বই নে বসে পড়ে;
মুখে লাগাম দিয়ে ঘোড়া লোকের পিঠে চড়ে!
ঘুড়ির হাতে বাঁশের লাটাই, উড়তে থাকে ছেলে;
বড়শি দিয়ে মানুষ গাঁথে, মাছেরা ছিপ্ ফেলে!

জিলিপি সে তেড়ে এসে, কামড় দিতে চায়;
কচুরি আর রসগোল্লা ছেলে ধরে খায়!
পায়ে ছাতি দিয়ে লোকে হাতে হেঁটে চলে!
ডাঙ্গায় ভাসে নৌকা-জাহাজ, গাড়ি ছোটে জলে!

মজার দেশের মজার কথা বলবো কত আর;
চোখ খুললে যায় না দেখা মুদলে পরিষ্কার!

যোগীন্দ্রনাথ সরকার
লিখেছেন

যোগীন্দ্রনাথ সরকার

যোগীন্দ্রনাথ সরকার (১২ কার্তিক ১২৭৩ বঙ্গাব্দ - ১২ আষাঢ় ১৩৪৪ বঙ্গাব্দ) ছিলেন একজন খ্যাতনামা বাঙালি শিশুসাহিত্যিক। তিনি বাংলা শিশুসাহিত্যে ছড়ার জনক হিসেবে পরিচিত। তার রচিত ছড়াগুলি আজও ছোটদের কাছে অত্যন্ত জনপ্রিয়।

যোগীন্দ্রনাথ সরকার ১৮৬৬ সালের ১২ কার্তিক (২৮ অক্টোবর) পশ্চিমবঙ্গের ন্যাতড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা নন্দলাল সরকার ছিলেন একজন শিক্ষক। যোগীন্দ্রনাথ দেওঘর উচ্চ বিদ্যালয় থেকে এন্ট্রান্স পাস করেন। এরপর তিনি কলকাতা সিটি কলেজে ভর্তি হন, কিন্তু শিক্ষা অসমাপ্ত রেখে সিটি কলেজিয়েট স্কুলে শিক্ষকতা শুরু করেন।

যোগীন্দ্রনাথ সরকার ছোটদের জন্য ছড়া ও গল্প রচনার মাধ্যমে বাংলা শিশুসাহিত্যে এক নতুন দিগন্ত উন্মোচন করেন। তার রচিত ছড়াগুলি ছিল ছোটদের মনোরঞ্জন ও শিক্ষার এক অপূর্ব সমন্বয়। তিনি ছড়ার মাধ্যমে ছোটদের অক্ষর পরিচয়, গণিত, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল ইত্যাদি বিষয়ের শিক্ষা দিতেন। তার রচিত ছড়াগুলি ছিল অত্যন্ত সহজবোধ্য, ছন্দময় ও হাস্যরসাত্মক।

যোগীন্দ্রনাথ সরকারের রচিত উল্লেখযোগ্য ছড়ার বইগুলি হল:

* হাসি ও খেলা
* খুকুমনির ছড়া
* ছড়া ও ছবি
* রাঙাছবি
* হাসির গল্প
* পশুপক্ষী
* বনে জঙ্গলে
* গল্পসঞ্চয়
* শিশু চয়নিকা
* হিজিবিজি

যোগীন্দ্রনাথ সরকারের রচিত ছড়াগুলি আজও ছোটদের কাছে অত্যন্ত জনপ্রিয়। তার ছড়াগুলি ছোটদের মনের মধ্যে এক অম্লান আনন্দ ও সৌন্দর্যের সৃষ্টি করে।

যোগীন্দ্রনাথ সরকারের সাহিত্যকর্মের জন্য তিনি একাধিক পুরস্কার ও সম্মাননা লাভ করেন। ১৯৩১ সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডি.লিট. উপাধি লাভ করেন। ১৯৩৪ সালে তিনি রবীন্দ্র পুরস্কার লাভ করেন।

১৯৩৭ সালের ১২ আষাঢ় (২৬ জুন) যোগীন্দ্রনাথ সরকার পরলোক গমন করেন।

মন্তব্য করুন