স্বপ্নের বাংলা!

166
0

ঘুমন্ত শহরের বুকে;
আরেকটি নির্ঘুম রাত ,আরেকটি সূর্যোদয়।
স্বাধীনতা আসবে! তাকে আসতেই হবে!
তবেই না আমরা সোনার বাংলা গড়বো।
যেই বাংলায় –
“উৎপীড়িতের ক্রন্দন রোল,
আকাশে – বাতাসে ধ্বনিবে না।
অত্যাচারীর খড়গ কৃপাণ –
ভীম রণভূমে রনিবে না”
যেখানে আমি বুক ফুলিয়ে বলতে পারব –
“চির উন্নত মম শির “।
যেখানে –
“আইন সবার জন্য সমান,
হোক সে মজুর কিংবা মন্ত্রী”।
যেখানে -ফ্যাসিবাদের কোনো অস্তিত্ব নেই।
যেখানে – এক রাত্রে শত শত মানুষ ;
আইনের হাতে খুন হয়না।
যেখানে – বাঁধা ছাড়া রাজপথ ,
স্লোগানে ভাসিয়ে দেয়া যায়।
যেখানে – শহীদের রক্তে রাজপথ ভিজে না,
ভিজে, শ্রাবণের ধারায়।
যেখানে –
“দেশটা কারো বাপের না।”
“কারো স্বামীর না” অথবা –
“কোনো ধর্মের না।”
সেই বাংলায় – যেখানে,
দেশটা আপামর জনতার।

মন্তব্য করুন