যেখানে, ৫০ বছর আগে একজন অধিকার চেয়েছিল,
তাকে করা হলো জাতির পিতা।
আমিও অধিকার চেয়েছিলাম,
আমাকে কি বলা হলো?
হাহাহা বেশি কিছু না, রাজাকার।
যেখানে,গণভবনের দরজা খুলে –
গণতন্ত্রকে গলা টিপে মারা হয়।
যেখানে, আমার শহীদ ভাইকে –
সন্ত্রাসী আখ্যা দেয়া হয়।
যেখানে, নিরস্ত্র শিক্ষার্থীকে হত্যা –
যুক্তিযুক্ত বলা হয়।
যেখানে, রাজপথে নামলাম বলে –
মাথায় গুলি করা হয়।
যেখানে, স্বাধীনচেতা পতাকা জড়ানো বুক-
গুলিতে ঝাঁঝরা হয়।
যেখানে, সঙ্গ দিলে সঙ্গী,
আর বিরোধীতা করলে?
– জঙ্গি!
যেখানে, গণতন্ত্রের হাতে –
গণকে হত্যা করা হয়।
যেখানে, ছাদে খেলতে থাকা – শিশু,
বারান্দা দিয়ে উকি দেয়া –
উৎসুক কিশোরী,
কেউই সুরক্ষিত নয়।
যেখানে, দিবালোকে আমলাদের চোখের পানি ঝরে –
আর রাতে গুম করা ছাত্রদের -রক্ত।
যেখানে, শিক্ষা জাতির মেরুদণ্ড বলে –
শিক্ষককে রিমান্ডে নেয়া হয়।
কার কাছে দিব বিচার?
যেখানে বিচারপতি- সরকারের দালাল।
কার কাছে করবো মামলা?
যেখানে, পুলিশ আমার ভাইকে –
খুন করেছে।
তাই আকাশের দিকে তাকিয়ে বলি –
আমিতো শুধু শুনেছি,
আপনিতো সব দেখছেন।