তুমি আমার

তুমি আমার মনের রাণী,
তুমি আমার সত্তাসঙ্গীনি।
আমার কাছে তুমি সুহাসিনী,
আমার কাছে তুমি সুকেশীনি।

তুমি আমার ভ্রম-আমার মোহ।
তুমি আমার সত্য,
তুমি আমার অস্তিত্ব।

তুমি আমার মুনা,
তুমি আমার অহনা।

তুমি পূর্ণিমা রাতে সৈকতে আছড়ে পড়া ঢেউ,
তুমি আমার অনেক কাছের কেউ।

তুমি নীলাম্বরের নীলাম্বরী,
তুমি স্বর্গলোকের ঈশ্বরী।

তুমি আমার আশা,
তুমি আমার জীবনের প্রথম ভালোবাসা।

তুমি অপরূপা,
তুমি আমার রূপা।

আবার জীবনেই একটা অপূর্ণ ভালোবাসা থাকে। মনে হয় তাকে পেলে হয়তো জীবনে পূর্ণতা আসবে, কিন্তু তাকে পাওয়া যায় না। এই কবিতাটা সেই সকল অপূর্ণ ভালোবাসাকে উৎসর্গকৃত।

মন্তব্য করুন