তুমি পরী,
যার জন্য আমি এনে দেব অঝর শ্রাবন।
তুমি গুলতেকিন,
যার উঠোনে আমি এনে দেবো সাতটি অমরাবতী।
তুমি মেমসাহেব,
যাকে আমার মন উৎসর্গ করেছি।
তুমি মোহ,
যাকে আমি রোদেলা দুপুরে খুঁজি।
তুমি মীরা,
যার হাত ধরতে চাইলেও ধরতে পারি না।
তুমি রূপা,
যাকে আমি ভালোতোবাসি কিন্তু প্রকাশ করা মানা।
তুমি চির অধরা,
যাকে আমি ধরি ধরি করেও ধরতে পারি না,
যার চোখের মায়ার সমুদ্রে আমি ক্রমশ ডুবে যাচ্ছি।
তুমি মায়ার ছবি ,
যার আশায় আমি সব হারাতে রাজি।
তুমি প্রতিচ্ছবি,
যাকে একবার দেখার জন্য আমি স্বপ্নে হাতড়ে বেড়াই।
তুমি সেই তুমি,
যে সকাল থেকে রাতের শেষ অবধি আমার সাথে থাকে তবুও তাকে আমি সারাক্ষন খুঁজে বেড়াই।
তুমি ভিনদেশী তারা,
যাকে আমি ছুঁতে চাইলেও ছুঁতে পারি না।
তুমি দুঃখবিলাশের প্রেমিকা,
যার চেয়ে সুন্দরতম প্রেমিকা আর নেই।
তুমি মায়াবী,
যাকে আমি রোজ দেখি তবুও মনে হয় কোটি বছর দেখিনি।
তুমি অহনা,
যার প্রেমে পড়ে আমি পাগলপ্রায়।
তুমি প্রিয়,
যার নামে তারার মাজারে শিন্নি দিয়েছি,
যাকে ছাড়া বেঁচে থাকা সম্ভব না তবুও একা বাঁচতে শিখে গেছি।