যদি ঘটে মহাপ্রলয় অথবা ভূমিকম্প
যদি বাজে ধ্বংস প্রাণে এবুকে রণতূর্য
যদি নামে আকাশ থেকে ইন্দ্রের বজ্র ঝংকার
বিনাশ কাল লিখে নেবে মহা মানবের হুংকার।
যদি আসে মরু থেকে মরুঝড় সর্বনাশ
যদি আসে উত্তুরের হিম শীতল বাতাস
হৃদ যন্ত্র থেমে গেলে হবে আজ মত
এইতো চোখে দেখা আমার কিয়ামত।
এই মত শেষ নয় কিয়ামতের আগে
সহস্র বার আলাপ হয় কিয়ামতের সাথে,
এই চোখ চোখ নয় বিস্ফোরক রাশি
প্রতিশোধে জ্বলে ওঠে চোখে আগ্নেয়গিরি।
এই ব্যথা ব্যথা নয় শরীর যন্ত্রণার
এই সুখ সুখ নয় বিলাসী বদ্ধতার,
দাবাও আগুন যা জ্বালায় আমায় সহস্র বর্ষ রাত
ভেঙ্গে দাও ওই মহা ফটক যা সুখের হয়েছে বাঁধ।
যদি আমাকে ছাড়খাড় করো কেটে ছিন্নভিন্ন
তবুও প্রতিবাদ করে যাবে আমার প্রতিটা মাংসপিণ্ড,
যদি আবার আঘাত হানো হৃদয়ের অন্দরমহলে
ভেবো না আমি হারিয়ে যাবো এই প্রলয় আঘাতে।
আমাকে নিঃশেষ করতে গেলে নিঃশেষ হবে তুমি
আমাকে আঘাত করতে গেলে ধ্বংস হবে তুমি,
আমাকে সহজ ভেবোনা আমি পিশাচ ভয়ানক
চেয়ে দেখো তোমার চোখে আমিই কিয়ামত।
– তৌহিদ আহম্মেদ | কিয়ামত