এক গুলিবিদ্ধ পাখির আর্তনাদ

1
0

হা হা হা হা হা! ভাবছো হায়নার মতো হাসছি কেন? কারণ আমি যে আত্মহত্যার গান ভালোবাসি। পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতা নিজেকে নিজের মতো মানিয়ে নেওয়া। তোমরা কি জানো মানব সভ্যতা আমাকে এই শিক্ষাই দিয়েছে, চুমু হবে বন্দুকের গুলির থেকেও ক্ষিপ্র। এজন্য তোমাকে মুক্তি পেতে বেছে নিতে হবে বন্দুকের গুলি। হিংস্র হায়নার মতো সূর্য যখন কারাগার প্রহরী তখন নিজেকে খুন করে মুক্তি দেওয়াই যেন সুখ যেমনটা অকাল মৃত্যু প্রেমিকার জন্য প্রেমিকের প্রিয় উপহার। পৃথিবীতে যত পাখি আছে তাদের আমি ঘৃণা করি, কেননা হৃদয় আছে বলে তারা আমার যুদ্ধবিমানের থেকেও স্বয়ংক্রিয় তাই যারা নিজেকে খুন করে মুক্ত করেছে তাদের থেকে কেটে নিতে হবে হৃদপিণ্ড এবং তা প্রতিস্থাপন করতে হবে প্রতিটি যুদ্ধবিমানে তারপর তারা এমন হৃদয়বান হবে যে আর পৃথিবীতে বন্দুক আবিষ্কার করবে না। চেয়ে দেখো যে নির্জন কারাগারে বসে তোমার কথা ভেবে কেঁদেছিলাম নিজের সাথে আত্মচিৎকারে রক্তক্ষরণ হয়েছিল আমার শরীর থেকে তা আজ শোষণ করছে কারাগার প্রহরী উত্তপ্ত সূর্য পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে সেই কারাগার যেমনটা রক্তাক্ত অবস্থায় পড়েছিলাম আমি। মানুষ পৃথিবীতে নিজেকে মুক্ত করার জন্য আসে না পাখিদের ভালোবাসে বলে তাকে ধ্বংস করা হয়…..

মন্তব্য করুন