আমি তোমায় যত    করেছি আঘাত   মনের মত_।।
তোমায় কাঁদিয়ে          আমি       হেঁসেছিই না কত_।।
                                      আমি তোমায় যত_।।

তুমি ভুলে যেতে পারো    কারণ   তোমার হৃদয় বড় ।
আপন লাজে মরি আমি –
   কোন মুখে করবো    তোমার কাছে মাথা নত_।।
                                         আমি তোমায় যত_।।

তুমি কেবলি সয়ে গেছ  –
                   আমি ছিলাম আমার খেলায় মত্ত_।
বুঝিনি কু এক বিন্দু                   তোমার দুঃখ যত_।।

তুমি শুধুই কেঁদেছো-
                     আমার মুখ দেখে চোখ মুছেছো।।
আমি না বুঝে কত    করেছি তোমায় ক্ষত-বিক্ষত_।।
                                       আমি তোমার যত_।।
                                             -দীপঙ্কর সাহা (দীপ)

দীপঙ্কর সাহা (দীপ)
লিখেছেন

দীপঙ্কর সাহা (দীপ)

নাম দীপঙ্কর সাহা ডাক নাম দীপ , পিতা শ্রী দিলীপ সাহা মাতা শ্রীমতি শান্তা সাহা। চিত্র শিল্পী, ভাস্কর শিল্পী, সঙ্গীত শিল্পী ও কবি/ লেখক।

মন্তব্য করুন