তোমার শ্রম দেখবে না এই দুনিয়া
দেখবে শুধু তোমার শ্রমফল।।
দূর হতে সবাই করবে তানানানা-
যতদিন না তুমি হবে সফল।।
নিজের লক্ষ্যে থাকো অটুট,
নিশিদিন প্রাণ দিয়ে করো শ্রম,
ফলের আশা ছেড়ে কর্ম করে যাও
লক্ষ তোমার ঠিকই হবে অমল।।
নিজেরে যদি সেই ভাবে তুলে ধরতে চাও
তবে ভুলে যাও সব লোক-লজ্জা-ভয়।
আপনার শ্রমে আপনারে নীহারো
যে ভাবে পাকে ফুটে কমল।।
-দীপঙ্কর সাহা (দীপ)