আমি দেখব তুমি কেমন করে
সিংহাসনে বসে থাকো।
আমি নোংরা বস্রে বিনা স্নানে
তোমার পূজা করবো।।
আমি দেখব আমি দেখব
তুমি কেমন করে আমার থেকে
মুখ ফিরিয়ে থাকো ।।
যদি তোমার মন্দিরে আমার প্রবেশ নিষিদ্ধ হয়,
তবে মনের ডাকে তোমায় ডাকবো।
ওই মন্দির হতে তোমায় আনবো-
আনব তোমায় আমার জীবনের পথে,
দেখি তুমি কেমন করে না এসে থাকো।।
-দীপঙ্কর সাহা (দীপ)