কাঙালের ডাক – দীপঙ্কর সাহা (দীপ)

93
0

আমি দেখব তুমি কেমন করে
সিংহাসনে বসে থাকো।
আমি নোংরা বস্রে বিনা স্নানে
তোমার পূজা করবো।।

আমি দেখব আমি দেখব
তুমি কেমন করে আমার থেকে
মুখ ফিরিয়ে থাকো ।।

যদি তোমার মন্দিরে আমার প্রবেশ নিষিদ্ধ হয়,
তবে মনের ডাকে তোমায় ডাকবো।
ওই মন্দির হতে তোমায় আনবো-
আনব তোমায় আমার জীবনের পথে,
দেখি তুমি কেমন করে না এসে থাকো।।

-দীপঙ্কর সাহা (দীপ)

দীপঙ্কর সাহা (দীপ)
লিখেছেন

দীপঙ্কর সাহা (দীপ)

নাম দীপঙ্কর সাহা ডাক নাম দীপ , পিতা শ্রী দিলীপ সাহা মাতা শ্রীমতি শান্তা সাহা ভ্রাতা ত্রিদ্বীপ ভৌমিক। চিত্র শিল্পী, ভাস্কর শিল্পী, সঙ্গীত শিল্পী ও কবি/ লেখক।

মন্তব্য করুন