কঠিন না ? অনেক ? কিন্তু সাধারণ, ভিন্নতা ? অনেক ? নাহ সবাই নাহ, তাহাকে ভিন্ন ভাবে দেখি, তাই ভিন্ন, চাঁদের আলো টা ও ফাঁকি দিল আজ, অনুভব করি ওই আলোর থেকে ও বেশি তোমাকে, অনেক আসবে যাবে ? কিন্তু তাহাকে ভিন্ন ভাবে ভাবা দেখা শেষ হবে নাহ, অনুভুতি স্বার্থে ব্যবহার করা, হ্যাঁ স্বার্থে – ভাল্লাগে তাহাকে ভিন্ন ভাবে অনুভব করতে, কালো রঙের মাঝখানে যেন সাদা একটু কালি পড়ে গেল, ইচ্ছে তো বুঝানোর নয় কিন্তু সাধারণ চেষ্টায় আছি, আমার জন্য তাহার মায়া কিন্তু আমি মায়া করতে জানি নাহ অনুভুতি প্রকাশ করতে পারি না, নির্ভয় ভালোবাসতে জানি –