আকাশের লক্ষ্য তাঁরার ভিরে, আজ আমি পায়না কেন আমার হিরে –
বাতাসে আসে নাহ আর তার চুলের মিষ্টি গন্ধ, নাকি করে দিলে আমার দম বন্ধ –
আমার কষ্টগুলো আজ ভাসে সিগারেটের ধোঁয়ায়, তারপরও তুমি থাকবে আমার দোয়ায় –
পায়নি তোমার স্পষ্ট ছোঁয়া, তবুও কেন সরছে না ছায়া –
যাচ্ছে না এভাবে আমার কষ্ট, তুমি মানতেই রাজি ছিলে না আমার কাছে তুমি ছিলা সেষ্ট
–