চাঁদের বুকে মিষ্টি আলো, হয়তো আমাকে ছাড়া আছে সে প্রচন্ড ভালো –
আমার খুব পরিচিত ছিল তার বাসার গলি, আমারে কবি বানায় দিল তার কথা গুলি –
প্রেম ভালোবাসা সবই ছিল মধ্যেনেসা, শুধু দেখলাম কত রং, আর আমার মনে ধরে গেল যং –
আমাকে কী মনে পরে না তার, আমি কথা ভাবি যার –
জানি আছে সে সুখী, তাই প্রচন্ড চেষ্টায় আছি আমি যাতে না থাকি দুঃখি –
বলতাম তাহার জন্য সব ছাইরা দিম
শেষে দেখা গেল আমার তাহাকেই ছাইরা দেওয়া লাগলো –